মাছ উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ফেনী

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীতে ২০২৩-২৪ অর্থ বছরে ৩৪ হাজার ৪২৮ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়েছে। তন্মধ্যে শুধু বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা পুকুর ও দিঘিতে উৎপাদন হয়েছে ২৭ হাজার ৩১৭ মেট্রিক টন। জেলায় ৩৩ হাজার ৯০১ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৪ হাজার ৪২৮ মেট্রিক টন উৎপাদন হয়েছে। অর্থাৎ বিগত অর্থ বছরে জেলায় ৫২৬ মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরো জানান, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হবে। এছাড়া আজ সকালে ফেনী সদর উপজেলা পরিষদ এলাকায় সমাবেশ ও র‌্যালির মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এ ছাড়াও পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষিদের সঙ্গে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ, মৎস্য বিভাগে সরকারের সাফল্যের প্রচার, সুফল ভোগীদের মধ্যে উপকরণ বিতরণ শেষে আগামী রোববার সকালে জেলা মৎস্য দপ্তরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম সপ্তাহের কর্মসূচি শেষ হবে।

মতবিনিময়কালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী শাখার সভাপতি শাহজালাল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।