দুই ইমারত মালিককে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীনভাবে বহুতল ইমারত নির্মাণের দায়ে দুই ইমারত মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালাইশ্রীপাড়া ও ট্যাংকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ছয় তলার বেশি বহুতল ইমারত নির্মাণ করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে পৌর এলাকার কালাইশ্রীপাড়া ও ট্যাংকেরপাড় দুইটি ইমারতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, অভিযানে দেখা যায় কালাইশ্রীপাড়া এলাকায় একটি ইমারত ছয় তলার অনুমতি নিয়ে সাত তলার উপরে ইমারত নির্মাণ করা হচ্ছে। ট্যাংকেরপাড় ইমারত মালিক কোনো অনুমতি না নিয়েই ইমারত নির্মাণ করছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমারত নির্মাণ বিধিমালা বিভিন্ন ধারায় দুই ইমারত মালিককে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অনুমোদনবিহীন ইমারত নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।