ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনী মডেল হাই স্কুলে মতবিনিময় সভায় পুলিশ সুপার

ফেনী মডেল হাই স্কুলে মতবিনিময় সভায় পুলিশ সুপার

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, সন্তানদের বিপথ থেকে ফিরিয়ে আনতে সঙ্গ দোষ খুঁজে বের সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। নৈতিকতার শিক্ষার প্রতি গুরুত্ব করতে হবে। সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে রাষ্ট্র-সমাজের চেয়ে অভিভাবকদের দায়িত্ব বেশি। তাদের মোবাইলের চেয়ে বিনোদনের দিকে ঝুঁকে দিতে হবে। পাড়া-মহল্লায় আড্ডা বন্ধ করতে হবে। আগে আড্ডা দিলে মুরুব্বী দেখলে কিশোররা পালাত। এখন মুরুব্বীরা দূরে সরে যায়। এজন্য একজন সন্তানকে পরিবার থেকে নৈতিক শিক্ষা প্রতি গুরুত্ব দিতে হবে। মুরুব্বীদের সম্মান দিতে হবে।’ গত সোমবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই রোধে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক মতো বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত