ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বালু উত্তোলনের প্রতিবাদে চা শ্রমিকদের মানববন্ধন

বালু উত্তোলনের প্রতিবাদে চা শ্রমিকদের মানববন্ধন

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের ফ্যাক্টরির অদূরে ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের চেষ্টার প্রতিবাদে শ্রমিকরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রশিদপুর চা বাগানের ফ্যাক্টরির সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে রশিদপুর, রামপুর, ফয়জাবাদ, শিতলাছড়া, ফয়জাবাদ কোয়ার্টার, দক্ষিণ রামপুর চা বাগানের শত শত নারী-পুরুষ শ্রমিকরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সাধারণ সম্পাদক সুভাস দাস, রশিদপুরের সভাপতি নিপেন চাষা, রামপুরের সভাপতি সুমন সিং, ফয়জাবাদের সভাপতি দুলাল সাঁওতাল, শিতলাছড়ার সভাপতি বাবুল তেলী, ফয়জাবাদ কোয়ার্টারের সভাপতি নকুল গঞ্জু, দক্ষিণ রামপুরের সভাপতি চাম্পা লাল রবি দাস প্রমুখ। বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, চা বাগান আমাদের আপন ঠিকানা। এখানে আমরা বসবাস করে চা শিল্পের উন্নয়নের ভূমিকা রাখছি। চোখের সামনে এ শিল্পকে ধ্বংস হতে দিতে পারি না। চা শিল্পকে হুমকিতে ফেলে ফ্যাক্টরির কাছের ছড়া থেকে বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলনের চেষ্টা করা হলে শ্রমিকরা মিলে প্রতিহত করবে। বাগানব্যবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন বলেন, রশিদপুর বাগানে মানসম্মত চা পাতা উৎপাদন হচ্ছে। এখানে এ শিল্পকে ধ্বংস করে বালু উত্তোলন করা ঠিক হবে না। শ্রমিকরা বাগানকে ভালোবাসে বলেই বালু উত্তোলনের প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত