নওগাঁয় ২৩ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আব্বাস আলী, নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ১০টায় শোভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নওগাঁর যৌথ এ কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। আলোচনা সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিমুল এহসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী, মৎস্যচাষী ও মৎস্যজীবিরা। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা মৎস্য অফিসের তথ্য মতে, জেলায় মাছ উৎপাদিত হয় ৮৩ হাজার ৮৬০ দশমিক ৯১ মেট্রিক টন। এর মধ্যে চাষকৃত (কালচার) মাছের উৎপাদন ৬০ হাজার ৮০৩ দশমিক ৫৩৫ মেট্রিক টন এবং আহরিত (ক্যাপচার) মাছের উৎপাদন ২৩ হাজার ৫৭ দশমিক ৩৭৫ মেট্রিক টন। জেলায় বছরে মাছের মোট চাহিদা ৬০ হাজার ৯৮২ দশমিক ৬৯ মেট্রিকটন। মোট চাহিদা জেলায় ২২ হাজার ৮৭৮ দশমিক ২২ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদিত হয়েছে। জেলায় মোট জলায়তনের পরিমাণ ৪৫ হাজার ৮৭৪ দশমিক ০৪ হেক্টর। এর মধ্যে জেলায় ৪৭ হাজার ৩২৪টি পুকুর রয়েছে, যার মোট আয়তন ১২ হাজার ৮৪৯ দশমিক ৫০ হেক্টর। মোট বিল রয়েছে ১২৩টি। এসব বিলের মোট আয়তন ৮ হাজার ৪৩৬ দশমিক ৭৫ হেক্টর। নদী রয়েছে মোট সাতটি। মোট প্লাবন ভূমির আয়তন ১২ হাজার ২১২ দশমিক ৩৮ হেক্টর। জেলায় ৫৪ দশমিক ৫০ হেক্টর বিশিষ্ট বরোপিট রয়েছে ৩১টি। জেলায় সরকারি মৎস্য হ্যাচারি বা খামার রয়েছে মোট তিনটি। সরকারি গলদা চিংড়ি হ্যাচারি আছে একটি। নিবন্ধিত বেসরকারি মৎস্য হ্যাচারি রয়েছে ২৮টি। এসব হ্যাচারিতে মোট রেণু উৎপাদিত হয় ১২ দশমিক ৪৪ মেট্রিক টন। জেলায় রেণুর চাহিদা ৯ দশমিক ১০ মেট্রিক টন। উদ্বৃত্ত রেণুর পরিমাণ ৩ দশমিক ৩৪ মেট্রিকটন। এছাড়া জেলা পোনা উৎপাদিত হয় ২ হাজার ৩০৮ দশমিক ৮৪ লাখ। এর বিপরীতে চাহিদা রয়েছে, ১ হাজার ৭৬০ দশমিক ২ লাখ। সেই হিসাবে উদ্বৃত্ত পোনার সংখ্যা ৫৪৮ দশমিক ৬৪ লাখ। জেলায় নিবন্ধিত মৎস্যখাদ্য উৎপাদন কারখানা আছে। নিবন্ধিত মৎস্যখাদ্য বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে ১৫৫টি।