ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় ধান রোপণ কার্যক্রমের উদ্বোধন

মাগুরায় ধান রোপণ কার্যক্রমের উদ্বোধন

মাগুরায় শ্রীপুর উপজেলার বরালিদহ মাঠে গতকাল মঙ্গলবার দুপুরে সমলয় পদ্ধতিতে ধান রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান, নাকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমাউনুর রশিদ মুহিত, অতিরিক্ত পরিচালক প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা। অনুষ্ঠানে নাকোল ইউনিয়নের বরালিদহ, হাজরাপুর ও মধুপুর গ্রামের শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে বরালিদহ ব্লকে রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত