গৌরনদীতে বাসের মুখোমুখি সংঘর্ষ

আহত দুইজন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশালের গৌরনদী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বাস মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ ঘটনায় শিশু ও নারীসহ ১৬ যাত্রী আহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিব সরদারের দীঘির পাড়ের ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে সোয়া ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় দুই বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে। গৌরনদী মহাসড়ক থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে শ্যামলী পরিবহণের একটি বাস যাচ্ছিলো। অন্যদিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল ইলিশ পরিবহণের একটি বাস। দুর্ঘটনাস্থলে পৌঁছালে ইলিশ পরিবহণের বাসটি একটি থ্রি-হুইলারকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ইলিশ পরিবহণের বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। আর শ্যামলী পরিবহণের ননএসি বাসটি সড়কের বিপরীত পাশের একটি গাছের ওপর আছড়ে পড়ে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ঘটনাস্থলে ইলিশ পরিবহণের বাসটিকে অর্ধনিমজ্জিত অবস্থায় পেয়েছি। বাসের ১৬ নারী ও শিশু যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত না থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই বাড়ি চলে গেছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, বাসের লোকজন পালিয়ে যাওয়ায় যাত্রী সংখ্যা জানা যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি ডোবা থেকে উঠানোর কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।