সখীপুরে ভোট পুনঃগণনার দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর উপজেলার ১০নং বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বড়চওনা ইউনিয়নবাসীর ব্যানারে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য দেন নির্বাচনে অংশ নেয়া আনারস প্রতীকের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল। তিনি বলেন, নির্বাচনের দিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডের ফলাফল সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ১নং কুতুবপুর, ২নং শাপলা পাড়া এবং ৬নং নামদারপুর কেন্দ্রের ফলাফল আটকে রাখা হয়। ওই তিন কেন্দ্রে ফলাফল ভোট জালিয়াতি করে ঘণ্টার পর ঘণ্টা দেরি করে দেয়া হয়। তিনি আরো জানান, ওই তিন কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা মিলে আমার আনারস প্রতীকের এজেন্টদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ভোট পুনঃগণনা করলেই আসল তথ্য বেরিয়ে আসবে। আমি আরবিটেশন বোর্ডে মামলা করেছি। আইনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আশা করি, বিষয়টি সঠিক তদন্ত হবে। উল্লেখ্য, গত ১৭ জুলাই সখীপুর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।