ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম বালিগাঁও গ্রামের বাসিন্দা মরম আলীকে (৮০) গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিন পলাতক থাকার পর গত মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতানের নেতৃত্বে এসআই সুমন ও এএসআই রকিবসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ৫ বছর ধরে ৮০ বছর বয়সি মরম আলী পলাতক জীবন কাটাচ্ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে মরম আলীর বিরুদ্ধে। এসব অভিযোগে ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মরম আলীর বিরুদ্ধে মামলা হয়। ট্রাইবুনাল-০১, মামলা নং-০৪।

আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

এর পরপরই এলাকা ছেড়ে অন্য এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

গ্রেপ্তার এড়াতে তিনি নিয়মিত স্থান পরিবর্তন করতেন বলে জানা যায়। এ বিষয়ে অফিসার ইনচার্জ টিপু সুলতান জানায়, মরম আলী যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত