সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাগেরহাট জেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

পরে জেলা পরিষদ অডিটরিয়ামে সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম রফিক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ। আলোচনা সভায় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীরা অংশ নেন।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজন সপ্তাহব্যাপী এ মেলায় মোট ২৪টি স্টল রয়েছে। যেখানে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রর্দশিত ও বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।