পাতার চেয়ে পাখিই বেশি গাছে

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে বাগান বিলাস গাছের ডালে আশ্রয় নিয়েছে হাজারো চড়ুই পাখি। তাদের কিচিরমিচির শব্দ অভিভূত করছে পথচারীদের। সরেজমিন গিয়ে দেখা গেছে, কলেজের মূল গেটের পাশে বাগান বিলাস গাছের ডালে ডালে বসে আছে চড়ুই পাখিগুলো। কিচিরমিচির শব্দ করে পাতার ভাঁজে বোঁটায় মধুর খোঁজে রঙ-বেরঙের ফুলে ঠোঁট ঢুকাচ্ছে তারা। আবার আধাঘণ্টা পরই তাদের কিচিরমিচির শব্দ বন্ধ হয়ে যায়। মহাসুখে যার অট্টালিকায় থাকার কথা সেই চড়ুই এখন আশ্রয় খুঁজে নিয়েছে গাছের শাখায়। ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় সাড়ে তিন বছর ধরে বিকালে পাখিগুলো দল বেঁধে আশ্রয় নেয় আবার ভোরের নির্দিষ্ট সময়ে দলে দলে উড়ে যায় খাদ্যের সন্ধানে। স্থানীয় বা নাগরিকরাও যান্ত্রিকতার শব্দ দূষণ থেকে স্বস্তি পেতে ছুটে আসেন পাখির কলরব শুনতে। পাখি দেখতে আসা দর্শনার্থীরা জানান, বিকালের সময় পাখির কলরব সত্যিই মনোমুগ্ধকর। অবাদে গাছগুলো কেটে ফেলার কারণে পাখিরা নিরাপদ আশ্রয়ে নেই। এরকম পাখির শব্দ কোথাও পাওয়া যায় না। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং পাখিদের অভয়াশ্রম তৈরি বাস উপযোগী বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। ইবরাহীম খাঁ সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময়ে আসা পাখিরা আবার কোথায় যেন চলে যায়। এদের কিচিরমিচির শব্দ মনকে ভরিয়ে তোলে।

তাই এই পাখিগুলোকে যাতে কেউ বিরক্ত না করে সে ব্যাপারে আমরা সজাগ থাকি। ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান সরকার বলেন, এই জায়গার পাখিরা সময় মেনে চলে। সঠিক সময় যায় সঠিক সময়ে আসে। পাখির এমন মিলনমেলা দেখে আরো কলেজের বিভিন্ন জায়গায় এমন আবাসস্থল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।