ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাদকসেবীদের বয়কট করুন : মুজিবুল হক

মাদকসেবীদের বয়কট করুন : মুজিবুল হক

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি বলেছেন, মাদকসেবীরা আজ সমাজের অভিশাপ। পরিবারের একজন সদস্য মাদকাশক্ত হওয়া মানে ওই পরিবারটি শেষ হয়ে যাওয়া। মাদক সেবন করতে টাকার জন্য মাদকাশক্তরা বাবা, মা ও স্ত্রীর উপর অত্যাচার নির্যাতন করে। তারা চুরি, ছিনতাই করে সমাজকে কলুষিত করে ফেলে। তাদের সামাজিকভাবে বয়কট করুন। মাদকসেবী ও ব্যবসায়ীদের তালিকা করে রাস্তায় রাস্তায় টানিয়ে দিন। এই তালিকা দেখে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাবেক রেলমন্ত্রী আরো বলেন, জামায়াতরা জঙ্গিবাদে বিশ্বাস করে। তারা চাঁদে মানুষ দেখা গেছে এরকম গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে। তাদের বিষয় আমাদের সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ একসময় আমাদের স্বপ্ন ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বপ্ন দেখছি। আমাদের এই স্বপ্ন পূরণে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে মাদক। তাই মাদক নির্মূলে আমাদের সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বলেন। গতকাল সকালে ‘মাদক ও উগ্রবাদকে না বলি স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ভূমিকা রাখি’ এই স্লোগান নিয়ে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাদকের বিরুদ্ধে ব্যাতিক্রমী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাসুম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, শিবের বাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হামিদা খাতুন চৌধুরী, মিয়াবাজার তোষণ রফিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক হাসিনা আক্তার, শিক্ষার্থী সাদিয়া সাত্তার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত