ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জমজমাট মাধবপুরের পর্যটনকেন্দ্র

জমজমাট মাধবপুরের পর্যটনকেন্দ্র

সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মাণ করা হয়েছে ‘হবিগঞ্জ জেলা প্রশাসন পর্যটন পার্ক।’ জেলার পর্যটন বিকাশের লক্ষ্যে নির্মিত এই পার্কটি এখন স্থানীয় ও পর্যটকদের কাছে ওই এলাকার অন্যতম বিনোদন স্পটে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের উপস্থিতিতে মুখরিত থাকে পার্কটি। জেলা প্রশাসনের উদ্যোগে আন্দিউড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক হাইওয়ে ইন হোটেলের সংলগ্ন ৬ শতক জমির ওপর ‘হবিগঞ্জ জেলা প্রশাসন পর্যটন পার্ক’টি নির্মাণ করা হয়। এই পার্কে রয়েছে সিলেটের দর্শনীয় স্থানগুলোর মানচিত্র। এটি পর্যটকদের বিশেষ ভাবে আকর্ষণ করছে। পার্কটি নির্মাণে সহযোগিতা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মাহবুব আলী এমপি ও সদ্য সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহান, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএফএএম শাহজাহান ভূমি দিয়ে সহযোগিতা করেছেন। পার্কটি নির্মাণ কাজের তত্ত্বাবধানে ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মন্জুর আহ্সান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত