ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

মাদারীপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। গতকাল সকালে শহরের লেকের পার স্বাধীনতা অঙ্গনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এই মেলা আগামী ২ আগস্ট সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন চলবে। জানা গেছে, মেলায় বাহারি টবে সারি সারি সাজানো দেশি-বিদেশি ফুল ও ফলের চারা আনা হয়েছে। বাসাবাড়ির ছাদে ফুল ও ফলের বাগান করতে অনেকে কিনছেন চারা। অস্ট্রেলিয়ান কিং অব ম্যাংগো, সূর্যডিম, ব্যানানা, কিউজাই ও মিয়া বিবিসহ বিভিন্ন প্রকারের আমের চারার দেখা মিলছে মেলায়। এছাড়া টগর, ডালিয়া, গোলাপ, রজনীগন্ধাসহ নানান ফুলের গাছেও ভরপুর মেলা। রয়েছে ঔষধি গাছের চারা। মেলাকে ঘিরে স্টলে ভিড় করছেন বৃক্ষপ্রেমিরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই নার্সারিতেই নয়, বিভিন্ন মেলায় গাছের চারা বিক্রিতে উৎসাহ বাড়ছে নার্সারি মালিকদের বলে জানান তারা। মেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদারীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভুঁইয়া, মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দসহ অনেকেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত