শ্রীবরদীতে সার্চ লাইট বিতরণ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সীমান্তবর্তী গ্রামগুলো হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে সার্চ লাইট বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শ্রীবরদী এপির সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন কানাডার অর্থায়নে অফিস প্রাঙ্গনে সবজি উৎপাদক দল ও গ্রাম উন্নয়ন কমিটির ২৬০ জন সদস্যের মাঝে সার্চ লাইট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সার্চ লাইট তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী। শ্রীবরদী এপির ম্যানেজার জোনাস ক্লেরি কস্তার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান। এ সময় শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার হারুনর রশীদসহ সবজি উৎপাদক দল ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।