অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, হোটেলকে অর্থদণ্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে মোহাম্মদীয়া হোটেল নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের মাইজদী কোর্ট সড়কের মোহাম্মদীয়া হোটেল দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি ও পরিবেশন করে আসছে। এ প্রতিষ্ঠানটি অনেক দিন আগের তৈরি মিষ্টি তাজা বলে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে হয়রানি করছে। অভিযানকালে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদিয়া হোটেলকে অর্থদণ্ড ও অর্থদণ্ড আদায়ের পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে খাবার তৈরির মান পরিবর্তন ও মানসম্মত করার নির্দেশ দেওয়া হয়েছে।