ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কয়রায় বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কয়রায় বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায়, ফরেস্টারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বুধবার মামলা করেছেন কয়রার মঠবাড়ি গ্রামের মৃত আলী গাজীর পুত্র মো. কালাম গাজী। মামলার অপর আসামি মঠবাড়ি গ্রামের হামিদ মালির পুত্র ও সিপিজি সদস্য বিল্লাল হোসেন। মামলার সাক্ষী মঠবাড়ি গ্রামের সাবেক মেম্বার ওহিদ মোড়লসহ আরো ছয়জন। বাদী এজহারে উল্লেখ করেন, সুন্দরবনে মাছ ধরার অনুমতিপত্র বিএলসি নবায়নে তার নিজ নামীয় এনবিপি ২১/২১৩৫ নং বিএলসি নবায়নের জন্য গত মঙ্গলবার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে হাজির হলে ২০ থেকে ৫০ টাকা রাজস্বের পরিবর্তে ২ হাজার টাকা দাবি করেন স্টেশন কর্মকর্তা। মামলার কারণে বিএলসি নবায়ন হবে না বলে স্টেশন থেকে তাড়িয়ে দেয়া হয়। এক পর্যায়ে বাদীকে চড়-থাপ্পড় মারা হয়েছে বলে মামলায় উল্লেখ করেন কালাম গাজী। মামলার ৪নং সাক্ষী মুনছুর গাজীর মিথ্যা মামলার ভয় দেখিয়ে স্টেশন কর্মকর্তা ৫০ হাজার টাকা নিয়েছেন বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত