ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দোকান থেকে দেড় কোটি টাকার ফোন চুরি

দোকান থেকে দেড় কোটি টাকার ফোন চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় শহরে দুটি মোবাইল ফোনের দোকান থেকে প্রায় দেড় কোটি টাকার স্মার্টফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ভোরে শহরের কালীবাড়ি মোড় এলাকার এলআর প্লাজাস্থ মোবাইল মেলা নামে দুইটি দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দোকান দুটির মালিক জিসান জানান, সকালে দোকানের কর্মচারীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারেন তিনি। পরে দোকানে এসে দেখেন দোকান থেকে আইফোনসহ বিভিন্ন নামি ব্র্যান্ডের অন্তত ২০০ স্মার্টফোন চুরি হয়েছে। এরই মধ্যে আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১৩, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল ৭ প্রোসহ বিভিন্ন দামি ফোন রয়েছে। চুরির ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করছেন জিসান। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিভিন্ন তথ্যউপাত্ত সংগ্রহ করেছি। এরই মধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরি যাওয়া ফোনগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত