জমির বিএস পর্চা দিতে মাঠকর্মীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার শানিড়দিয়ার গ্রামের উদয়পুর মৌজার ভূমি মালিক মো. বিপ্লব বিশ্বাসের দখলীয় এবং খাজনা খারিজকৃত জমির বিএস রেকর্ডের মাঠপর্চা দিতে পরিমাপকারী মাঠকর্মীরা গড়িমসি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পাবনা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। ভূমি মালিক মো. বিপ্লব বিশ্বাস লিখিত বক্তব্যে জানান, পাবনা সদর উপজেলার শানিড়দিয়ার গ্রামের উদয়পুর মৌজার এসএ খং নং ০২, এবং আরএস খং নং ২২-এর আরএস দাগ ভুলক্রমে জনৈক খুরশিদ আলমের নামে প্রকাশিত হয়। পরবর্তীতে মো. বিপ্লব বিশ্বাস ও তার ওয়ারিশরা বাদী হয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। যার নং এলএসটি ১২৫৩/২০১৩। উক্ত মোক্কদমায় বিজ্ঞ আদালত খতিয়ান সংশোধনপূর্বক বিপ্লব গংদের পক্ষে রায় দেন। রায় মোতাবেক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের অনুমতি সাপেক্ষে স্থানীয় ভূমি অফিসে উক্ত জমি খারিজপূর্বক তিনি নিয়মিত খাজনা প্রদান করে আসছেন। সম্প্রতি উক্ত মৌজায় বিএস রেকর্ডের জরিপ চলছে। কিন্তু উক্ত জমির মাঠপর্চা দিতে জরিপকারীরা তালবাহানা করে গড়িমসি করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো জানান, এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ১৯ জুলাই পাবনা জেলা প্রশাসক বরাবর এক আবেদন করা হয়েছে।