নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল রোববার নওগাঁ শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠে বন বিভাগ এই বৃক্ষমেলার আয়োজন করে। সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন। এ সময় নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাবেক অধ্যক্ষ ও নওজোয়ান ঈদগাহ সমিতির সভাপতি প্রফেসর আব্দুল কাইয়ুম, বেসরকারি উন্নয়ন সংগঠন রানীর নির্বাহী প্রধান ফজলুল হক খান ও জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ। অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।