সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫৯

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের সবাই ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। তবে, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কেউ মারা যাননি।

গতকাল রোববার দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ৯ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন, আশাশুনি উপজেলায় একজন ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছে।

এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৬ জন। এক সপ্তাহ পূর্বে গত ২৪ জুলাই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৭৭ জন। সেই হিসাবে সর্বশেষ এক সপ্তাহে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ জন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১৩৬ জন রোগীর মধ্যে ৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।