পানির অভাবে পাট জাঁগ দিতে না পেরে বিপাকে কৃষক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রোপণ করা হয়েছে পাট। পানির অভাবে জাঁগ দেওয়া (পচানো) নিয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাট চাষিরা। পাট কাটার মৌসুম শুরু হলেও পানির অভাবে কাটতে পারছেন না চাষিরা। উপজেলার বিভিন্ন স্থানে বাড়ির পুকুরেও জাঁগ দেওয়া হচ্ছে পাট। এছাড়া নদ-নদীর পানিতেও দিতে হচ্ছে পাটের জাঁগ। কেউ পুকুর বা জলাশয় লিজ নিয়ে পাট জাঁগ দিচ্ছে। আবার কেউ পাট কেটে নসিমন বা ভ্যানে করে গর্তে বা নালায় শ্যালো মেশিন দিয়ে পানি জমিয়ে পাট জাঁগ দেওয়া শুরু করেছে। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে সময়। উপজেলার অধিকাংশ খাল, বিল, ডোবা ও জলাশয়ের কোথাও পানি নেই এবার। তাই সামনে আমন ধান লাগানোর সময় হলেও ক্ষেত থেকে পাট কাটতে পারছেন না কৃষকরা। বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর ও উপজেলায় পাটের চাষ হয়েছে ৫৩৫ হেক্টর জমিতে। এ পর্যন্ত কর্তন করা হয়েছে ৩৩০ হেক্টর জমির পাট। বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, গত বছরের চেয়ে পাট চাষ বেড়েছে। বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখনো সেইভাবে পাট কাটা শুরু হয়নি। তবে খাল বিলে পাট জাঁগ দেওয়ার মতো পানি নেই। আশা করা হচ্ছে বৃষ্টিপাত হওয়া সাপেক্ষ আগামী ১০-১৫ দিনের মধ্যে পুরোদমে পাট কাটা শুরু হবে। তিনি আরো বলেন, বৃষ্টিপাত কম হওয়ার কারণে আমন ধান লাগাতে ধীরগতি। কারণ অনেকেই পাট কেটে জমিতে ধান লাগাবেন। তাদের পাটের কারণে ধান লাগানো আটকে আছে। এছাড়া যেসব জমিতে পাট ছিল না, চাষিরা সে জমিগুলোতে এরইমধ্যে ধান লাগিয়েছেন। অনেক ধান ও পাটচাষি বৃষ্টির দিকে তাকিয়ে আছেন।