ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হালদা নদীর বাঁধ রক্ষায় কৃষকলীগ

হালদা নদীর বাঁধ রক্ষায় কৃষকলীগ

হালদা নদীর পাড়ে সরকার নির্মিত করেছিল বাঁধ। সেই বাঁধসহ পরিবেশ রক্ষায় বাঁধের এক পাশে বৃক্ষরোপণ শুরু করেছে ফটিকছড়ি উপজেলা কৃষকলীগ। ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও, সুখি কৃষক সুখি দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচ পুকুরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর বাঁধের উপর এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। গত শনিবার সুন্দরপুর কৃষকলীগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের। উদ্বোধক ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী। আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম শামসুদ্দিন। উপজেলা কৃষকলীগের সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. রুস্তম আলী। সাধারণ সম্পাদক নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাজিদ হায়দার রেজা, মো. আলী, মোফাচ্ছের হোসেন, পৌর কৃষকলীগের সেক্রেটারি ফরহাদ উল্লাহ চৌধুরী, কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম, মো. সরোয়ার, মো. হাসান, মো. নাছির, শফিউল আজম, পলক ধর, সাহাব উদ্দীন, শানু মং, খলিলুর রহমান, জানে আলম বিক্ষু, আলী নাছের, জয়নাল আবেদীন খোকন, মমিনুল আলম রঞ্জু, আখতার উদ্দীন, মো. হারুন, আসলাম হোসেন মামুন, হুমায়ুন কবির সোহেল, মো. মুনসুর, মো. মফিজ, নেজাম উদ্দিন শান্ত, সৈয়দ নৈয়াজসহ আরো অনেকেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত