ভ্যানচালকের মেয়ে পায়েল জিপিএ-৫ পেয়েছে

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

অভাবের সংসারে যেখানে দুমুঠো দুবেলা ভাত জোটা দূরের কথা, সেখানে মেয়ের উচ্চশিক্ষায় ভর্তি ও লেখাপাড়া নিয়ে শঙ্কায় রয়েছে সদ্য এসএসসিতে এ+ পাওয়া দিনমজুর ভ্যানচালক নুরুন্নবির মেয়ে পায়েল। ভ্যানগাড়িচালক নুরুন্নবী খুব সকালে খালি পেটে বেড়িয়ে পড়েন আয় রোজগারের জন্য। হাড়ভাঙা খাটুনি আর মাথার গাম পায়ে ফেলে সন্তানের লেখাপড়ার খরচ জুগিয়েছেন ভ্যানচালক নুরুন্নবী। মা সালমা বেগম সন্তানকে দেখভাল করতেন এবং স্কুলে পৌঁছে দিতেন। এভাবেই পায়েলের এগিয়ে যাওয়া, আজ সেই স্বপ্ন পূরণ হলো। সন্তানের সুসংবাদ মা-বাবার জন্য প্রশান্তির পরস। কাউখালি এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। উপজেলার দক্ষিণ বাজার নিবাসী ভ্যানচালক নুরুন্নবী ও সালমা দম্পতির মেয়ে পায়েল। দরিদ্রতা দমাতে পারেনি পায়েলকে শত বাধা উপেক্ষা করে তার এই অর্জন। এর আগে ২০১৭ সালে পায়েল কাউখালি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। পায়েলের এই প্রাপ্তির পেছনে মা-বাবা এবং স্কুলের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।