রামগড় সীমান্ত থেকে ৩২০ মোবাইল ফোন জব্দ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ৩২০টি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যার বাজারমূল্যে প্রায় ১ কোটি টাকা। গতকাল রোববার ভোরে উপজেলার কাশিবাড়ী বিওপির ব্রিজ এলাকা থেকে এসব ফোন জব্দ করা হয়। জানা যায়, গত শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ২২১৮/৪-আরবি থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেদা ব্রিজ নামক স্থানে ফাঁদ পেতে থাকে। গতকাল রোববার ভোর রাতে ভারত থেকে চোরাকারবারিরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা।