ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খেলায় বিদেশে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ

বলেন পর্যটন প্রতিমন্ত্রী
খেলায় বিদেশে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ

বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলার মাঠ যাতে দখল না হয়ে যায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। গত রোববার বিকাল ৫টায় মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আহ্সানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা এসএম জাকিরুল হাসান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ক্রিড়া সংস্থার সম্পাদক সুকোমল রায়, চেয়ারম্যান মিজানুর রহমান, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।

উপজেলা শিক্ষাকর্মকর্তা এসএম জাকিরুল হাসান জানান, উপজেলা পর্যায়ে খেলায় ছেলে ও মেয়ে মিলিয়ে ২৪টি দলের ১২টি খেলা হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ট্রাইব্রেকারে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জয় লাভ করে। অপরদিকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ০-৩ গোলে হারিয়ে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত