ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কম দামে কাঁচা মরিচ বিক্রি করায় সংঘর্ষ, নিহত দুই

কম দামে কাঁচা মরিচ বিক্রি করায় সংঘর্ষ, নিহত দুই

বরিশালে কম দামে মরিচ বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত আরো এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে বরিশাল নগরের কাশিপুরে ছুড়িকাঘাতের একদিন পর গত রোববার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সবজি বিক্রেতার মৃত্যু হয়। শনিবার সকাল ৮টার দিকে কাশিপুর বাজারে কম দামে মরিচ বিক্রি নিয়ে বিক্রেতার সঙ্গে বাজারের অন্য সবজি বিক্রেতাদের দ্বন্দ্ব হয়। এ ঘটনায় ছুরিকাঘাতে ওইদিন সবজি বিক্রেতা মো. কামাল হোসেনের (৩৮) মৃত্যু হয়। এছাড়া ছুরিকাঘাতে আরো পাঁচজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। মৃত আলমগীর (৪০) নগরের ২৮নং ওয়ার্ড দিয়াপাড়া দিঘিরপাড় এলাকার তিনু মাঝির ছেলে। তিনি কাশিপুর বাজারের একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা। গত শনিবার রাতে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা করেন নিহত কামাল হোসেনের স্ত্রী মাহফুজা বেগম। মামলায় ছুরিকাঘাতকারী মরিচ বিক্রেতা সোহেল রানাকে একমাত্র আসামি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত