ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তাগাছায় জেএমবি সদস্যসহ জামায়াতের চার নেতা গ্রেপ্তার

মুক্তাগাছায় জেএমবি সদস্যসহ জামায়াতের চার নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছায় এক জেএমবি সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। গত সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামের নেতারা হলেন- উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ও তারাটি গ্রামের বাসিন্দা মাওলানা মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক শহরের মহারাজা রোডের বাসিন্দা ডা, আজহারুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক কুতুবপুর গ্রামের হাবিবুল হক শরীফ ও জামায়াতে ইসলামের সক্রিয় সদস্য রঘুনাথপুর গ্রামের মামুনুর রশিদ। সরকারবিরোধী আন্দোলন ও নাশকতা করার অভিযোগ থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন। এদিকে একই রাতে মুক্তাগাছার গাবতলী এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য হোসেন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার দুল্লা ইউনিয়নের নটাকুড়ি গ্রামে। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই দিন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত