জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে অসৌজন্যমূলক আচরণ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) প্রস্তাবে সম্মত না হওয়ায় নওগাঁয় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বির সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় তার অফিসে সংবাদ সম্মেলন করেন। এর আগে সোমবার বিকাল সাড়ে ৩টায় জেলা পরিষদের চত্বরে গালিগালাজ ও মারধরের ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে একেএম ফজলে রাব্বি বলেন, ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় ৩ কোটি ৭৫ লাখ টাকা বাৎসরিক বরাদ্দ আসে। এর অনুকূলে ছয় আসনের সংসদ সদস্য পরিপত্রের নির্দেশনা মোতাবেক ১৩০টি প্রকল্প দাখিল করে। এ নিয়ে সোমবার জেলা পরিষদের হলরুমে মাসিক আলোচনা সভা হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল প্রকল্পসমূহের প্রস্তাব প্রেরণ। কিন্তু জেলা পরিষদের ১৫ জন সদস্যের মধ্যে ১০ জন ১১৩টি প্রকল্প আমার নিকট দাখিল করে এবং তারা নিজেরাই সেসব প্রকল্পের প্রস্তাব পাঠাবে বলে জানান, যা ছিল তাদের অযৌক্তিক দাবি এবং বিধিবহির্ভূত। তিনি বলেন, তাদের দাবি মেনে না নেওয়ায় হলরুম থেকে বেরিয়ে গিয়ে পরিষদ চত্বরে ওয়ার্ড সদস্য রাহেলা চৌধুরী, জাকিয়া ও জাকিরসহ কয়েকজন হৈ-চৈ করাসহ অশালীন আচরণ এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে তারাই মুঠোফোনে বহিরাগতদের ডেকে নিয়ে মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার জাহাঙ্গীর আলমকে মারপিট করে এবং উল্টো তার বিরুদ্ধে মামলা করে। তারা অহেতুক পেশিশক্তি প্রয়োগ করে তাদের অযৌক্তিক কাজ হাসিল করার চেষ্টা করেছে।