ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালীগঞ্জ টু ঢাকা সরাসরি বাস সার্ভিস না থাকায় জনভোগান্তি

কালীগঞ্জ টু ঢাকা সরাসরি বাস সার্ভিস না থাকায় জনভোগান্তি

গাজীপুরের কালীগঞ্জ থেকে টঙ্গি হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পথ যাতায়াতের জন্য অপ্রতুল পরিবহণ ব্যবস্থার কারণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবী, ব্যবসায়ী, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়-পড়ুয়া শিক্ষার্থী এবং শিক্ষকরা সময় মত গন্তব্যে পৌঁছাতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে কালীগঞ্জ থেকে টঙ্গি পর্যন্ত যাতায়াতের জন্য গুটিকয়েক লেগুনা ও লোকাল বাস ছাড়া অন্য কোনো পরিবহণ নেই। পরিবহণ সংকটের কারণে চাকরিজীবি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড, পুরোনো সোনালী ব্যাংক মোড়, আড়িখোলা বাসস্ট্যান্ড, কাপাসিয়া রোড এবং মিশন মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘসময় দাঁড়িয়ে থেকে লক্কড়ঝক্কড় মার্কা এসব পরিবহণে প্রাণের ঝুঁকি নিয়ে প্রথমে পূবাইল বা টঙ্গি যেতে হয়। পরে সেখান থেকে পুনরায় অন্য পরিবহণে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে হয় কালীগঞ্জবাসীর। বারবার পরিবহণ পরিবর্তনের কারণে সময় মতো নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে না পারায় প্রতিদিন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীরা পড়ছেন বিড়ম্বনায়। বর্তমানে কালীগঞ্জ হতে টঙ্গি পর্যন্ত দুটি লোকাল বাস ও ৩০ থেকে ৩৫টি লেগুনা ছাড়া আর কোনো পরিবহণব্যবস্থা নেই। কালীগঞ্জ হতে গুলিস্তান পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস বা অন্য কোনো পরিবহণ না থাকায় পণ্য পরিবহণে ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন ও সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। পরিবহণ সংকটের কারণে পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ে সাধারণ ক্রেতাদের উপর সম্প্রতি কালীগঞ্জের শহিদ ময়েজউদ্দিন সেতু হতে ঢাকা পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন হলেও একদিন পর অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়। এ বিষয়ে কালীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবীন হোসেন জানান, কালীগঞ্জ থেকে টঙ্গি হয়ে গুলিস্তান পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এ সমস্যার সমাধান করা এককভাবে সম্ভব নয়। এজন্য পরিবহণ ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত