ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাধবপুরে প্রধানমন্ত্রী অনুদান

চা শ্রমিকদের মধ্যে বিতরণে অনিয়মের অভিযোগ

চা শ্রমিকদের মধ্যে বিতরণে অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে প্রধানমন্ত্রী অনুদান চা শ্রমিকদের মধ্যে বিতরণে অনিয়মের কারণে বাগানবাসী জেলা প্রসাশক বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রকাশ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী অনুদান এককালীন ৫ হাজার টাকা বিতরণে স্থানীয় ইউপি সদস্য ও কতিপয় দুই একজন চা শ্রমিক মিলে গোপনে মাধবপুর উপজেলা ছেড়ে ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় উপকার ভোগী শ্রমিকদের থেকে ১ হাজার টাকা উৎকোচ নিয়ে টাকা অনিয়মিতভাবে বিতরণ করছে। এ ব্যাপার বাগান পঞ্চায়েত লক্ষ্মীরাম মুন্ডা জানান, আমরা হতদরিদ্র চা শ্রমিকের মধ্যে সম্পূর্ণ টাকা দেয়ার জন্য জেলা প্রসাশক বরাবরে এক লিখিত অভিযোগ দিয়েছি। যদি এর সুষ্ঠু বিচার না পাই তবে শ্রমিকরা আন্দোলনে যাবে। হবিগজের জেলা প্রশাসক দেবী চন্দ জানান, চা শ্রমিকদের অভিযোগ পেয়েছি। আমি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনুলিপি পেয়েছি। জেলা প্রসাশকের নির্দেশে তদন্ত-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ৭, ৮, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যরা এনাম মিয়া, ফুল মিয়া ও লতিফ মিয়া জানান, আমরা সঠিকভাবেই টাকা বিতরণ করছি। এ ব্যাপারে কারো কোনো অভিযোগ থাকলে আমাদের কিছু করার নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত