সুবর্ণচরে শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর উপজেলা বন বিভাগের আওতায় টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অর্থায়নে সুবর্ণচর উপজেলার অন্তর্গত দক্ষিণ চর জব্বার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজারটি, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ে ১৬৭টি এবং চর মহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্পে ৩ হাজারটি মোট ৪ হাজার ১৬৭টি ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধক চারা বিনামূল্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, দক্ষিণ চর জব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসার জনাব চৈতী সর্ববিদ্যা শিক্ষার্থীদের গাছের চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে গাছ পরিচর্যা করার ব্যাপারে বিশেষ আহ্বান জানান।