ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে চলমান ২৪ উন্নয়ন প্রকল্প

নজরুল বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে চলমান ২৪ উন্নয়ন প্রকল্প

শিক্ষা, গবেষণা ও উন্নয়ন মোটোকে সামনে রেখে এগিয়ে চলা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে চলমান ২৪টি উন্নয়ন প্রকল্প। চলমান প্রকল্পগুলোর বেশ কয়েকটি এখন দৃশ্যমান হতে শুরু করেছে। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫তলা ভিতের উপর ৫তলা পর্যন্ত ২য় প্রশাসনিক ভবন নির্মাণ (উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার অফিসের জন্য), ১০তলা ভিতের উপর ১০তলা পর্যন্ত ভবন নির্মাণ (৫টি ইনস্টিটিউট, আন্তর্জাতিক ছাত্র বসানো অফিস এবং আইটি স্পেসের জন্য), কোষাধ্যক্ষের জন্য ডুপ্লেক্স বাংলো নির্মাণ, ১০তলা ভিতের উপর ১০ তলা পর্যন্ত ৪র্থ ইউটিলিটি ভবন নির্মাণ (১২০ জন শিক্ষক-কর্মকর্তার জন্য), ১০ তলা ভিতের উপর ১০ তলা পর্যন্ত ৫ম ইউটিলিটি ভবন নির্মাণ (১২০ জন শিক্ষক-কর্মকর্তার জন্য), ১০ তলা ভিতের উপর ১০ তলা পর্যন্ত বাসভবন নির্মাণ (৪০ জন শিক্ষক-কর্মকর্তার জন্য), ১০ তলা ভিতের উপর ১০ তলা পর্যন্ত ছাত্র হল নির্মাণ (আসন সংখ্যা-৮৫০), ১০ তলা ভিতের উপর ১০ তলা পর্যন্ত ছাত্রী হল নির্মাণ (আসন সংখ্যা- ৮৫০), ১০ তলা ভিতের উপর ১০ তলা পর্যন্ত ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টাওয়ার নির্মাণ (৭৮ জন কর্মচারীর জন্য), ৬ তলা ভিতের উপর ৬ তলা পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাস ভবন নির্মাণ (২৪ জন পরিচ্ছন্নতা কর্মীর জন্য), ১০ তলা ভিতের উপর ১০ তলা পর্যন্ত একাডেমিক ভবন নির্মাণ (১৮টি একাডেমিক বিভাগের জন্য), ৫তলা ভিতের উপর ৫তলা পর্যন্ত স্কুল ও কলেজ ভবন নির্মাণ (নার্সারী হতে দ্বাদশ পর্যন্ত), ৩তলা ভিতের উপর ৩তলা পর্যন্ত মাল্টিপারপাস হল কাম টিএসসি কাম জিমনেসিয়াম ভবন নির্মাণ (আসন সংখ্যা ১৫০০), ২তলা ভিতের উপর ২তলা পর্যন্ত প্রকৌশল অফিস কাম ওয়ার্কশপ কাম গ্যারেজ নির্মাণ, ৫তলা ভিতসহ ৫তলা পর্যন্ত চিকিৎসাকেন্দ্রের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (অফিস, হাসপাতাল ও আবাসিক সুবিধা সম্বলিত), ১তলা ভিতের উপর ১তলা পর্যন্ত সাবস্টেশন ভবন নির্মাণ (১০০০ কেভি সাবস্টেশনসহ আবাসিক সুবিধা সৃষ্টির জন্য), ৩তলা ভিতের উপর ৩তলা পর্যন্ত মসজিদ নির্মাণ ইমাম ও মুয়াজ্জিন এর আবাসনসহ (২০০০ জন ধারণক্ষমতা সম্পন্ন), ক্যাম্পাসের চারিদিকে নিরাপত্তার জন্য সবুজ বেস্টনী নির্মাণ, খেলার মাঠ উন্নয়ন- (ফুটবল, ক্রিকেট, টেনিস, বাস্কেট বল কোর্ট, শিশু পার্ক ও বৃক্ষরোপণ), জলাশয়ে রিটেইনিং স্ট্রাকচার নির্মাণসহ সৌন্দর্যবর্ধন কাজ, সমগ্র ক্যাম্পাসে অভ্যন্তরীণ আরসিসি রাস্তা নির্মাণ, ময়লা পানি নিষ্কাশনের জন্য ড্রেইন ও কালভার্ট নির্মাণ ভূমি উন্নয়ন ইত্যাদি।

বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জোবায়ের হোসেন বলেন, উপাচার্য মহোদয়ের দিকনির্দেশনায় চলমান প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্প বাস্তবায়নে কাজ করছে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে গঠিত বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কমিটি, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, প্রকৌশল দপ্তর এবং প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ। সবার সার্বিক সহযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দরভাবে সব কাজ সম্পন্ন করতে পারব বলে আশা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত