ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালিয়াকৈরে প্রতিবন্ধীর হাত ভাঙল প্রতিপক্ষ

কালিয়াকৈরে প্রতিবন্ধীর হাত ভাঙল প্রতিপক্ষ

জমিসংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে প্রতিবন্ধী এক যুবকের হাত ভাঙল তাদের প্রতিপক্ষ। এসময় প্রতিপক্ষের হামলায় তার স্ত্রী ও ছোট ভাই গুরুতর আহত হন। এ ঘটনার পর গত মঙ্গলবার বিকালে তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া এলাকার দারগ আলীর ছেলে মেছের আলী, মেছের আলীর দুই ছেলে মিজান ও মোয়াজ্জেম। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের উল্টাপাড়া এলাকার হায়েত আলীর ছেলে কুজরত আলীর সঙ্গে প্রতিবেশী মেছের আলী গংদের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার কুজরত আলীর ভোগ দখলে থাকা জমিতে জোরপূর্বক সেফটিক ট্যাঙ্কি নির্মাণ করছিলেন তাদের প্রতিপক্ষ মেছের আলী। এসময় তাদের জমিতে সেফটিক ট্যাঙ্কি নির্মাণে নিষেধ করতে যান কুজরত আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ইব্রাহীম। এতে ক্ষিপ্ত হয়ে বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিপক্ষ মেছের ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ওই প্রতিবন্ধী ইব্রাহীম ও তার স্ত্রী নুরুন্নাহার, ছোট ভাই আলীমকে এলাপাথারি পিটিয়ে আহত করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত