ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে বিভিন্ন দলের নেতারা একমঞ্চে

শ্রীমঙ্গলে বিভিন্ন দলের নেতারা একমঞ্চে

রাজনৈতিক মাঠ যখন উত্তপ্ত, সমাবেশ পাল্টা সমাবেশ এবং কেউ কাউকে ছাড় নায়ে মাঠ দখলের প্রতিযোগিতায় লিপ্ত রাজনৈতিক নেতারা। অন্যদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওই রাজনৈতিক দলের বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন দলের নেতারা একমঞ্চে সর্বত্র সহিংসতার বিরুদ্ধে কথা বলছেন এবং শ্রীমঙ্গল যে কোনোভাবে হোক সংহিংস মুক্ত রাখার কথা বলেছেন। গত মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল ইন হোটেলে ‘সর্বত্র সহিংসতার বিরুদ্ধে মানুষ’ শিরোনামে শ্রীমঙ্গলে শাস্তি ও স্থিতিশীলতার জন্য বহু দল ও মতের মানুষের সঙ্গে পরামর্শ সভায় স্থানীয় নেতারা এসব কথা বলেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকে এইডের সহযোগিতায় পিস ফ্যাসিলেটটরি গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। পিএফজি শ্রীমঙ্গল উপদেষ্টা ও উপজেলা সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেছার আহমদের সভাপতিত্বে ও পিএফজি কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্টি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ কুমার তালুকদার ও অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত