নিজ জমিতে গাছ লাগিয়ে বিপাকে জবেদ আলী

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরের বৃক্ষপ্রেমিক জবেদ আলী নিজ জমির লাগানো গাছের ডাল ছেটে বিপাকে পড়েছে। জবেদ আলী গাজী শ্যামনগরের হরিনগর থেকে যতিন্দ্রনগর রাস্তার পাশে চিংড়ি ঘের করে ঘের সীমানা দিয়ে প্রধান রাস্তার নিকটবর্তী বিভিন্ন প্রজাতির গাছ যেমন, চন্দন, তেঁতুল, তাল, নীম, কেওড়া রোপণ করেন। গাছগুলো শাখা প্রশাখা বিস্তৃত হলে চিংড়ি ঘেরের উপর পড়ায় তা ছেটে দেন। আর ছেটে দিয়ে বিপাকে পড়েন তিনি। চিংড়ি ঘেরটি রাস্তার নিকটবর্তী হওয়ায় রাস্তার প্রসার ঘটাতে সরকারিভাবে জবেদ আলী গাজীর জমিতে রাস্তার মাটি পড়ে। সেখানে দেখা যায় যে, গাছ লাগানো জমিটি রাস্তার কিন্তু প্রকৃতপক্ষে জমিটি জবেদ আলী গাজীর নামে রেকর্ডীয়। গাছের ডালগুলো ছেটে দেওয়ায় স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা কামাল হেসেন কিছু ব্যক্তির চাপে তা জব্দ করে মামলা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী সময়ে বিষয়টি বুঝতে পেরে মামলা না দিলেও স্থানীয় কিছু ব্যক্তির চাপে রয়েছে জবেদ আলী গাজী ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা। বন বিভাগে চাকরি থেকে অবসর নিয়ে বিভিন্ন স্থানের পরিবেশ রক্ষার্থে গাছ লাগিয়ে বেড়াচ্ছেন তিনি। এ ব্যাপারে জবেদ আলী গাজীর সঙ্গে কথা হলে তিনি বলেন, জীবন পার করেছি গাছের সঙ্গে এ জন্য গাছ লাগানো আমার নেশা, তাই আমার নিজস্ব নার্সারীর গাছ বিভিন্ন স্থানে লাগিয়ে বেড়াই। আর এজন্য বিভিন্ন মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।