ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় জুয়েলারি কারিগর নিহত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় জুয়েলারি কারিগর নিহত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রসেনজিৎ দে (১৮) নামে একজন জুয়েলারি কারিগর নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে কেশবপুর-সাতবাড়িয়া সড়কের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত প্রসেনজিৎ দে সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার মৌতলা এলাকার প্রশান্ত দের ছেলে। এ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উৎপল দত্ত ও অপু পাল নামে আরো দুইজন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার পর প্রসেনজিৎ দে মামার বাড়ি থেকে কেশবপুর শহরের স্বর্ণপট্রিতে তাপস পালের কারখানায় শিক্ষানবিস হিসেবে কারিগর ছিলেন। গত মঙ্গলবার রাতে কাজ শেষে বৃষ্টির ভেতর কারিগর উৎপল দত্তের মোটরসাইকেল যোগে প্রসেনজিৎ দে ও অপু পাল উপজেলার মির্জানগরে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জনৈক আজাদের ইটভাটা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ তিনজনই সড়কের উপর ছিটকে পড়ে আহত হন। এরই মধ্যে প্রসেনজিৎ দে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন এবং অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রসেনজিৎ দে’কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হয়। কারখানার মালিক তাপস পাল বলেন, এবার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে প্রসেনজিৎ দে তার প্রতিষ্ঠানে জুয়েলারি কারিগরের কাজ শিখছিলেন। এসএসসির ফলাফলে প্রসেনজিৎ দে ৪ দশমিক ১১ পেয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত