কয়রায় সমলয় পদ্ধতিতে আমন চাষাবাদ শুরু

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমলয় পদ্ধতিতে আমন ধানের চাষাবাদ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে গত মঙ্গলবার আমাদির হাতিয়ারডাঙ্গায় স্থানীয় কৃষকদের সমলয় পদ্ধতির চাষাবাদে উদ্ধুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে আমন মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমন ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। উপসহকারী কৃষি অফিসার আল মাহফুজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, সহকারী পরিচালক এসএম মিজান মাহমুদ, ভাইস চেয়ারম্যান এড. কমলেশ কুমার সানা, ইঞ্জিনিয়ার দিপংকর বালা, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।