ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরা হৃদরোগ বিষয়ক সাইন্টিফিক সেমিনার

সাতক্ষীরা হৃদরোগ বিষয়ক সাইন্টিফিক সেমিনার

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগবিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কার্ডিওলজি বিভাগের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজের হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল কুদ্দুস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসজেড আতীক, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. শংকর প্রসাদ বিশ্বাস, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সহকারী অধ্যাপক ডা. সঞ্জয় সরকার, কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশে প্রতি ৫ মিনিটে একজনের কার্ডিয়াক অ্যাটাক হয়। উপকূলীয় অঞ্চলে এটা আরো বেশি চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে সামনে রেখে সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত