নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত ১০

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নড়াইল প্রতিনিধি

নড়াইলে যাত্রীবাহী বাস ও মাটিবাহী ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক চারজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালের দিকে নড়াইল-যশোর-কালনা মহাসড়কে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস নড়াইলের স্টেশন অফিসার মো. মাসুদ রানা জানান, ঢাকা থেকে সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-১৬২৯) যাত্রীবাহী বাস নড়াইল সদর উপজেলার তুলারামপুর পেট্রল পাম্প এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অবৈধ মাটিবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষকবলিত হয়। এতে বাসে থাকা নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদরের মালঞ্চি গ্রামের দর্জি দোকানি আজিজুর রহমান, তার স্ত্রী সেলিনা, মেয়ে নাজনিন ও শার্শার তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মেহেদেী হাসান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলি জব্দ করা গেলেও চালকরা পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।