জনগণের সেবাই আমার জীবনের স্বার্থকতা বললেন পলক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংড়া (নাটোর) প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আপনারা আমাকে সিংড়ার ৫ লাখ মানুষের খেদমত করার দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্বটা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাবো, ইনশাআল্লাহ। জনগণের সেবায় আমার রাজনৈতিক জীবনের স্বার্থকতা। আমি কতবার এমপি-মন্ত্রী হলাম তার চেয়ে জনগণের কতটুকু সেবা করতে পারলাম। সেটাই আমার রাজনৈতিক জীবন স্বার্থক হবে। গতকাল সকাল ৯টায় দিনব্যাপী সিংড়া উপজেলাবাসীর জন্য আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। সিংড়া ডায়াবেটিস সমিতি ও মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে কয়েক হাজার মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন করা হবে।