ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এক ইলিশ বিক্রি সাড়ে চার হাজার টাকায়

এক ইলিশ বিক্রি সাড়ে চার হাজার টাকায়

ভোলার তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পরা একটি ইলিশ ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবার সকালে দিকে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মো. জামাল শিকদার নামে এক ব্যাক্তি। নাজিরপুর মৎস্যঘাটের আড়তদার মনিরুল ইসলাম বলেন, গত বুধবার রাতে স্থানীয় জামাল মাঝি ও তার সঙ্গী মাঝিরা নাজিরপুরের দেবীরচর এলাকার তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন। ওই সময় অন্য মাছের সঙ্গে তাদের জালে ২ কেজি ২০০ গ্রামের রাজা ইলিশটি উঠে আসে। পরে জামাল মাঝি বৃহস্পতিবার সকালে নাজিরপুর ঘাটে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে জামাল শিকদার নামে এক ব্যক্তি ৪ হাজার ৬০০ টাকা দাম হাঁকিয়ে কিনে নেন। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ দাবি করেন, তাদের বিগত নিষেধাজ্ঞাগুলো সফল হওয়ায় নদীতে এখন বড় সাইজের ইলিশ পাচ্ছেন জেলেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত