ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এসএসসিতে ফেল অভিমানে বাড়ি ফেরেনি কিশোর

এসএসসিতে ফেল অভিমানে বাড়ি ফেরেনি কিশোর

এসএসসি পরীক্ষায় ফেল করার খবর শোনার পর বাড়ি ফেরেনি সোহেল রানা নামে এক পরীক্ষার্থী। গত ২৮ জুলাই পরীক্ষার ফলাফল বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সে। গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সোহেল রানার খোঁজ না পাওয়ায় ভেঙে পড়েছে তার পরিবার। সোহেল রানা সুবর্ণচর উপজেলার আমান উল্যাহপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে আমান উল্যাহপুর ইউনিয়নের বগার বাজার এলাকার কামাল হোসেনের ছেলে।

সোহেল রানার চাচাতো ভাই মোজাহিদ বলেন, পরীক্ষার ফলাফল দেখার পর থেকে সোহেল রানা নিখোঁজ।

সপ্তাহ পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে অভিমানে আর বাড়ি ফেরেনি।

সোহেল রানার বাবা কামাল হোসেন বলেন, ফলাফল আশানুরূপ না হওয়ায় ছেলেটা বাড়ি আসে নাই। সে আমাদের একমাত্র সন্তান। তার চিন্তায় আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। চর জব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, এ বিষয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছে শিক্ষার্থীর পরিবার। আমরা খোঁজাখুঁজি করছি। এছাড়াও সম্ভাব্য আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিতে বলেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত