ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্যামনগরের ভয়াবহ নদীভাঙন

আতঙ্কে গাবুরা ইউনিয়নবাসী
শ্যামনগরের ভয়াবহ নদীভাঙন

শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরায় খোলপেটুয়া নদীর বাঁধ প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়েছে। গত বুধবার সকাল থেকে খোলপেটুয়া নদীসংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে চর এলাকায় এই ভাঙন দেখা দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, সোরা গ্রামের হাসান মালীর বাড়ি সংলগ্ন প্রায় ৫০০ মিটার এলাকায় ভেঙে নদীভাঙন শুরু হয়েছে। বড় বড় মাটির স্তূপ ও গাছপালা নদীতে চলে যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। তিনি জানান, ওই এলাকায় খোলপেটুয়া নদী সংলগ্ন বেড়িবাঁধটি চর থেকেও খানিকটা দূরে। চর ভেঙে বেড়িবাঁধের দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে নদীর যেখান সেখান থেকে বালু উত্তলোন ও বাঁধে পাইপ বসিয়ে নোনা পানি তোলার কারণে বাঁধটি জরাজীর্ণ হয়ে ভাঙনের সৃষ্টি। ভাঙন এভাবে চলতে থাকলে স্বল্প সময়ে বেড়িবাঁধ ভেঙে এলাকাটি পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এতে গাবুরার বহু মানুষ চরম ভোগান্তিতে পড়বে। স্থানীয়রা বিভিন্নভাবে বাঁধটি মেরামতের চেষ্টা করছে। পানি উন্নয়ন বোর্ড এখনই পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপদ হতে পারে বলেও জানান তিনি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পোল্ডার-১-এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, সোরা গ্রামের পাশে দৃষ্টিনন্দন এলাকায় কিছু দিন আগে ভাঙনের সময় বেশকিছু জিওব্যাগ পাঠানো হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত