ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডাক্তারের অভাবে বৈকালিন চিকিৎসা বন্ধ

ডাক্তারের অভাবে বৈকালিন চিকিৎসা বন্ধ

প্রয়োজনীয় ডাক্তার সংকটের কারণে মাত্র সাড়ে ৩ মাসের মাথায় মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বৈকালিন চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। আউটডোর সেবা কোনোরকম চললেও বন্ধ হয়ে গেছে মেজর অপারেশন। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটারও। গতকাল শনিবার সরেজমিন জানা গেছে, এপ্রিলের ৩ তারিখে জেলার একটি মাত্র উপজেলা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বৈকালিন চিকিৎসাসেবার আওতায় আনা হয়। প্রথম দিকে প্রচার কম হওয়ায় রোগীর সংখ্যা বেশি না হলেও এর সংখ্যা বাড়তে থাকে। হিসেব মতে শুরু থেকে গত জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত ৫২ নারী ও ৩৮ পুরুষ বিভিন্ন ধরণের অপারেশন সুবিধা গ্রহণ করেন। অপারেশন ফি জমা হয় প্রায় ২২ হাজার ৫০০ শত টাকা। গত ১৩ জুন জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. ফেরদৌস রায়হান এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি হয়ে যান। এর ঠিক এক মাস ১০ দিনের মাথায় ২৩ জুলাই জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. কেএম সোহেল আসকরকে ঢাকার মহাখালী ডিএনসিসি আইসোলেশন সেন্টারে বদলি করা হয়। এরপর থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিন চিকিৎসাসেবার অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জান লিটন জানান, ডাক্তার বদলিজনিত কারণে মেজর অপারেশন কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে, আউটডোর চলছে। বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সভায় বলেছেন এবং জেলা সিভিল সার্জন মহোদয়কেও অবহিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত