ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চকরিয়ায় মাছ চাষির মৃত্যু

চকরিয়ায় মাছ চাষির মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘেরের স্লুইচ গেটের মাছ ধরার জালে আটকা পড়ে বশির আহমদ কফিল (৫০) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চিলখালী ২১ একর চিংড়িঘের এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহত বশির আহমদ কফিল উপকূলীয় বদরখালী ইউনিয়নের মাতারবাড়ী পাড়া এলাকার রফিক আহমদের ছেলে। জানা যায়, চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়িজোন চিলখালী এলাকায় ২১ একরের একটি চিংড়ি ঘের বর্গা নিয়ে মৎস্য চাষ করেন এলাকার ১৫ ব্যক্তি। এসব শেয়ার হোল্ডাদের মধ্যে নিহত বশির আহমদ কফিলও একজন। গত শুক্রবার রাতে চিংড়ি ঘেরে যান কফিল। সম্ভবত রাতে সেখানে অবস্থানকালীন সময় চিংড়িঘেরের স্লুইট গেটের পানি ছেড়ে দিতে গিয়ে হঠাৎ পা পিছলে স্লুইচ গেটের পানির স্রোতে পড়ে যান তিনি। এ সময় স্লুইচ গেটের মাছ ধরার জালে আটকা পড়ে মৃত্যু হয় কফিলের। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গত শুক্রবার রাতে উপকূলীয় চিংজি জোনের ২১ একরের একটি চিংড়ি ঘেরের স্লুইচ গেটের মাছ ধরার জালে আটকা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত