ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাদুল্লাপুরে ঘর স্থাপন করে রাস্তা নির্মাণকাজে বাধা

সাদুল্লাপুরে ঘর স্থাপন করে রাস্তা নির্মাণকাজে বাধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর বদলখাঁ গ্রামে কাঁচা রাস্তায় ইটের হেরিং কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। কতিপয় স্বার্থন্বেষী লোকজন ওই রাস্তার উপর ঘর স্থাপন করে রাস্তাটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী। সরেজমিনে গতকাল শনিবার সকালে গিয়ে দেখা যায় বদলখা এলাকার নির্মাণাধীন ওই রাস্তার উপর অস্থায়ী টিনসেট ঘর স্থাপনের চিত্র। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী এই ঘরটি অপসারণ করে দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভসহ এক সংবাদ সম্মেলন করেন। ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজানুর মণ্ডল তার লিখিত বক্তব্যে বলেন, বদলখাঁ মৌজার কছিম উদ্দিনের বাড়ি থেকে পূর্বদিকে মোখলেছুর রহমানের বাড়ি ঘেঁষে আবেদ আলীর বাড়ির পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়। ফলে ওই এলাকার কয়েক গ্রামের মানুষের ভোগান্তি লাঘবে রাস্তাটি হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় নির্মাণকাজ শুরু করা হয়। এরই মধ্যে স্থানীয় স্বার্থন্বেষী মোজাহার আলীর নেতৃত্বে কতিপয় ব্যক্তির সহযোগিতায় সোহেল মন্ডল নামের এক ব্যক্তি নির্মাণাধীন রাস্তাটির উপর অস্থায়ী টিনসেড ঘর স্থাপন করে রাস্তার কাজে বাধা প্রদান করে। এতে করে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সৃষ্ট এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এমতাবস্থায়, দ্রুত সোহেল মন্ডলের অস্থায়ী ঘরটি রাস্তা থেকে অপসারণ করে ইটের হেরিং কাজ সম্পন্ন করার দাবি জানান। এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর আজম মন্ডল নিরব বলেন, এ ইউনিয়নের দায়িত্ব পালনকাল থেকে ওই রাস্তায় চলাচলে মানুষের ভোগান্তি দেখেছি। এই দুর্ভোগ নিরসনে রাস্তাটির সমস্যা সমাধানে দ্রুত নির্মাণ করার দাবি করছি। সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম বলেন, রাস্তার উপর অস্থায় ঘর স্থাপনের ব্যাপারটি জানা রয়েছে। সেটি নিরসনের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত