ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু রোগী

ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু রোগী

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ৫-৭ জন ভর্তি হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শতাধিক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল সকাল পর্যন্ত ১৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তবে ডেঙ্গু রোগীদের জন্য নির্দিষ্ট ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসাল্টেন ডা. তোজাম্মেল হক। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, অভি প্রয়াণ (ঢাকা থেকে আসা) রোগীর পাশাপাশি স্থানীয়ভাবেও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- এলাকায় কী এডিস মশা নেই! হাসপাতাল সূত্র জানায়, জুলাই থেকে ডেঙ্গু রোগী ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি হতে শুরু করে। সিনিয়র মেডিসিন কনসাল্টেন ডা. তোজাম্মেল হক বলেন, ঢাকায় আক্রান্ত হয়ে এলাকায় ফিরে যারা নিজ বাড়িতে অবস্থান করছেন, তাদের থেকেই পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হচ্ছেন। যেহেতু এটি মশা’বাহিত রোগ। তিনি এ ব্যপারে আক্রান্তদের পরিবারকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত