চুনারুঘাটে শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার জীবনী ও কর্মের উপর আলোচনা সভা এবং ম্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত শনিবার সকালে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বিশেষভাবে তৈরি প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবার ও ১৫ আগস্টে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র মো. সাইফুল আলম রুবেল প্রমুখ।