ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের ঢালিপাড়া গ্রামে আমেনা নুর ফাউন্ডেশনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বিকাল ৪টায় উপজেলার কুশুরা ঢালিপাড়া আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইয়র্কভিল ইউনিভার্সিটি কানাডা’র অ্যাসোসিয়েট রেজিস্ট্রার ড: আমিন আল জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। এসময় প্রধান অতিথি আমেনা নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আন্তর্জাতিক ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আল জামান (সিআইপি) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যদায় উদযাপন উপলক্ষ্যে আমরা তার জীবনী নিয়ে স্মৃতিচারণ করি, আমরা তাকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ, সংগঠক ও দেশপ্রেমিক মানবহিতৈষী মনে করি। তাই শেখ কামালের জন্মবার্ষিকীতে ধামরাই উপজেলার বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং বিভিন্ন ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করতে চাই। আমার বাবা ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সাহেব, তিনি একজন শিক্ষাবিদ ও দানবির ছিলেন। তার প্রতিষ্ঠিত আমেনা-নুর ফাউন্ডেশন আজ ধামরাই উপজেলার প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, অসহায় এতিম পথশিশুদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, তারই ধারাবাহিকতায় আজ শ্রেষ্ঠ বাঙালি শেষ কামালের জন্মদিনে আমরা চেষ্টা করছি, এ দেশের যুবসমাজ যেন মাদকাসক্ত না হয়, তারা যেনো লেখাপড়ায় মনোযোগী হয়, খেলা দোলায় মনোযোগী হয় তাই আমরা শেখ কামালের স্মরণে আপনাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্রীড়াসামগ্রী তুলি দিচ্ছি। আমরা আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান বালিকা মাদ্রাসা, মুস্তি বেপারি বালক এতিমখানা ও জহুরুন নেছা বালিকা এতিমখানা প্রতিষ্ঠিত করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত